আইন এবং প্রবিধান নংঃ 01
আইন এবং প্রবিধান বিষয়ঃ বাল্যবিবাহ, যৌতুক, নারী ও শিশু নিরাপত্তা
বিস্তারিতঃ
বাল্যবিবাহ, যৌতুক, নারী ও শিশু নিরাপত্তা
- সরকারের বাল্যবিয়ে বিরোধী প্রচারণায় অসামান্য অবদান রাখার জন্য ‘The Accolade Global Film Competition-2017 Humanitarian Award’ এবং ‘The Accolade Winner Award End Child Marriage’ প্রদান;
- যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক ১১,৬৩৬টি উঠান বৈঠক আয়োজন এবং ৬৪টি জেলায় বাল্যবিবাহ প্রতিরোধে মনিটরিং কার্যক্রম গ্রহণ;
- নির্যাতনের শিকার নারী ও শিশুদের তাৎক্ষণিক সহায়তায় জয় মোবাইল অ্যাপস চালুকরণ;
- ৬৭টি ওয়ান স্টপ ক্রাইসিস সেল এবং ৯ টি ক্রাইসিস সেন্টার হতে ৩৫,৫২১ জন নির্যাতিত নারী ও শিশুকে প্রয়োজনীয় সেবা প্রদান;
- ৪৭টি সদর হাসপাতাল এবং ২০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ান স্টপ ক্রাইসিস সেল হতে ৪৭,৫৫৮ জন নির্যাতনের শিকার নারী ও শিশুকে বিভিন্ন সহায়তা প্রদান;
- ডিএনএ ল্যাবরেটরীতে ৪৯৩৩ টি মামলায় শিশুর পিতৃপরিচয় নির্ধারণে ডিএনএ পরীক্ষা সম্পন্নকরণ;
- ন্যাশনাল ট্রমা কাউন্সিলিং সেন্টার হতে ১৫০৮ জন নারী ও শিশুকে মনোসামাজিক কাউন্সিলিং প্রদান;
- নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ন্যাশনাল হেল্পলাইন ১০৯ এর মাধ্যমে যৌন হয়রানী প্রতিরোধ ও বাল্যবিবাহ বন্ধে ১২৯৫৬৩৯ টি ফোনকল গ্রহণ;
- রোহিংগা নারী ও শিশুদের জন্য মনোসামাজিক কাউন্সিলিং সেবা প্রদানের লক্ষ্যে কক্সবাজারের উখিয়ায় রিজিওনাল ট্রমা কাউন্সিলিং সেন্টার স্থাপন এবং
- উখিয়ায় ৩৩৮৩৭ জনকে এবং সারাদেশে ৩৪,৬৭৮ জন নারী ও শিশুকে মনোসামাজিক কাউন্সিলিং সেবা প্রদান করা হয়েছে।
- নারী নির্যাতন প্রতিরোধ সেলের মাধ্যমে নির্যাতিতা, দুঃস্থ ও অসহায় ১,৪৩০ জন মহিলাকে আইনগত পরামর্শ প্রদান;
- জেলা লিগ্যাল এইড কমিটিতে ১২৩টি অভিযোগ প্রেরণ করাসহ মোহরানা ও খোরপোষ বাবদ ৩৭.৮৮ লক্ষ টাকা আদায় করা;
- ২০১১ সালে গাজীপুরে ১০০ আসন বিশিষ্ট মহিলা, শিশু ও কিশোরীর হেফাজতীদের নিরাপদ আবাসন কেন্দ্র প্রতিষ্ঠা এবং
- ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের প্রতিটিতে ১০০ আসন বিশিষ্ট নারী সহায়তা কেন্দ্র প্রতিষ্ঠা।